আজ পুরো বিশ্বের দৃষ্টি লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। এখানেই আজ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ও তার দীর্ঘদিনের প্রেমিকা কেট মিডলটন।
বুধবার রাতেই সম্পন্ন হয়েছিল চূড়ান্ত সব প্রস্তুতি। বিয়ের দিন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ছোট ভাই হ্যারিকে পাশে নিয়ে উইলিয়ামের হেঁটে আসা থেকে শুরু করে, বিয়ের পোশাকে বাবা মাইকেলের হাত ধরে গাড়ি থেকে নেমে কেটের হেঁটে আসা, বিয়ের রাতের মোটামুটি সব আনুষ্ঠানিকতারই প্রস্তুতি শেষ করে নিয়েছেন উইলিয়াম ও তার বাগদত্তা কেট মিডলটন।
এই ওয়েস্টমিনস্টার অ্যাবেতেই প্রায় ৩০ বছর আগে বিয়ে হয়েছিল উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস ও মা প্রিন্সেস ডায়ানার, আর তাইতো বুধবার যখন উইলিয়াম ও কেট তাদের স্বজনদের সঙ্গে অ্যাবেতে বিয়ের দিনের আনুষ্ঠানিকতাগুলো শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছিলেন, বাইরে চালস-ডায়ানার বিয়ের ছবি সংবলিত পোস্টার হাতে উচ্ছ্বাস প্রকাশ করছিল হাজারও উৎসাহী দর্শক। জানা যায়, খিস্টান ধর্ম মতে উইলিয়ামের বিয়ে পড়াবেন ক্যান্টারবারির আর্চবিশপ ড. রোয়ান উইলিয়ামস। ঐতিহ্যগত বক্তৃতা করবেন রেভারেন্ড রিচার্ড চাট্রেস। বুধবারের চূড়ান্ত প্রস্তুতি অনুষ্ঠানে হাজির ছিলেন এই দু’জনও। ডেইলি মেইল, অরেঞ্জ ডটকম। একই মডেলের রুপালি রঙয়ের ৩টি বিশেষ গাড়িতে করে বুধবার অ্যাবেতে এসে হাজির হন উইলিয়াম ও কেটসহ তাদের বন্ধুবান্ধবরা। এ সময় মোটরসাইকেল ও গাড়িতে করে এই ৩টি গাড়িকে ঘিরে রাখেন শতাধিক নিরাপত্তাকর্মী। গাড়ি থেকে উইলিয়াম ও কেটকে নিজেদের শরীর আর ছাতা দিয়ে আড়াল করেই অ্যাবের ভেতর নিয়ে যান তারা। বেরও করে আনে এই রকমভাবে। এদিকে বিয়ের দিন বাইরে থেকে খুব ভালোভাবে বিয়েতে আগত অতিথি ও নানা আনুষ্ঠানিকতা দেখতে এরই মধ্যে ৩০টি তাঁবু খাটিয়ে অ্যাবের বাইরে অবস্থান নিয়েছেন কয়েক হাজার উৎসাহী দর্শক। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, বিয়ের দিন প্রায় ৬ লাখ লোকের সমাগম হবে অ্যাবে ও এর আশপাশে। জানা যায়, শুক্রবারের বিয়ের অনুষ্ঠানকে সামনে রেখে বাবা চার্লস ও ভাই হ্যারির সঙ্গে লন্ডনে নিজেদের সরকারি বাসভবন ক্ল্যারেন্স হাউসে উঠেছেন উইলিয়াম। এখান থেকেই আজ বর সেজে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যাবেন তিনি। আর মঙ্গলবারই সপরিবারে বেলগ্রেভিয়ার বিলাসবহুল গোরিং হোটেলে উঠেছেন কেট মিডলটন। তবে আপদমস্তক ফ্যাশন সচেতন কেট বুধবারও সন্তুষ্ট ছিলেন না নিজের বিয়ের পোশাকটির ফিটিংস নিয়ে। জানা যায়, কেটের অনুরোধেই দুটি প্রমাণ সাইজের সোলাই মেশিন নিয়ে এদিন সরাসরি হোটেলেই হাজির হন কয়েকজন দর্জি। আর বিয়ের টেনশন ভাগাতে কিনা কে জানে, বুধবার সকালেও দক্ষিণ লন্ডনের ব্যাটারসি পার্কে বন্ধুদের সঙ্গে চুটিয়ে ফুটবল খেলেছেন উইলিয়াম। এরপর নিজের ডুকাটি মোটরবাইক ছুটিয়ে ক্ল্যারেন্স হাউসে ফেরেন তিনি।
এদিকে লন্ডনের আবহাওয়া দফতর জানায়, বিয়ের দিনটা মোটামুটি ঠাণ্ডাই থাকবে। এর মধ্যে সকাল ও সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টিও হতে পারে। তবে এই বৃষ্টি নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না উইলিয়াম ও কেট জুটি। তাদের সব চেষ্টা এখন বিয়ের অনুষ্ঠানকে কিভাবে আরও জাঁকজমকপূর্ণ করা যায় তা নিয়ে। জানা যায়, এরই মধ্যে ব্রিটিশ গায়িকা এলি গোল্ডিংকে টেলিফোন করে নিজেদের বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য অনুরোধ করেছেন তারা। বিবাহপরবর্তী ডিনার অনুষ্ঠানে গাইবেন এলি। আর এই ডিনার অনুষ্ঠানেই হাজির থাকবেন ফুটবলার ডেভিড ব্যাকহ্যাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া, মি. বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন, কিংবদন্তিতুল্য সঙ্গীতশিল্পী এলটন জন, অলিম্পিক জয়ী অস্ট্রেলিয়ান সাঁতারু ইয়ান থর্প, ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, তার পূর্বসূরি জন মেজরসহ বহু নামি-দামি ব্যক্তিত্বরা।
সূত্র বিবিসি, অরেঞ্জ, এএফপি
0 comments:
Post a Comment