১০০ টাকায় নির্বাচন !



জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে আব্দুল মালেক নামে এক ব্যাক্তি ৯ সম্বর ওয়ার্ড়ের সাধারণ মেম্বার পদে প্রার্থী হয়েছেন। জামানতের টাকা ছাড়া তিনি নির্বাচনী ব্যয় নির্ধারন করেছেন মাত্র ১০০ টাকা। মজার ব্যাপার হলো তিনি ইতোমধ্যে ১০০ টাকা খরচও করে ফেলেছেন।
জানা গেছে , মেরুরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড়ের মেম্বার পদ প্রার্থী মাওলানা আব্দুল মালেক কামেল পাশ। তিনি বর্তমানে মাদারেরচর এবতাদায়ি মাদরাসার শিক্ষক। তার অর্থনৈতিক অবস্থা খুবই সুচনীয়। তবে গ্রামে একজন মাতাব্বর হিসেবেই মালেক পরিচিত। ১৯৯৭ সালের ইউপি নির্বাচনে ১৪০০ ভোট পেয়ে মাত্র ১৪ ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছেন। আগামী ১৮ জুনের নির্বাচনকে সামনে রেখে আব্দুল মালেক ১৯৯৭ সালের স্টাইলে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। মালেক জানান,জামানতের টাকা ছাড়া প্রস্তাবকারি ও সমর্থনকারিকে একবেলা খাওয়ার জন্য ঘোষিত ১০০ টাকা ব্যয় করেছেন। এখন আর কোন টাকা ব্যয় করবেন না। তার প্রতিদ্বন্দ্বি ৫ প্রার্থী স্বচ্ছল ব্যক্তি। ৯ নম্বর ওয়ার্ড়ে মোট ভোটার ২৪৬৪ জন।


0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More