Aishwarya Is Pregnant




A

Aishwarya grabbed a headlines as good as done a universe notice her as she won a Miss World manifestation in 1994 during a age of 21. She became a initial Indian singer to lay upon a Cannes jury in 2003 as good as featured upon a cover of Time repository as a general fascia of Indian motion picture industry. Her measureless recognition contributed to her code envoy purposes of cosmetic hulk Loral as good as Longings watches. She has been seen in multiform Hollywood cinema as well.


ঐশ্বরিয়া রাই বচ্চন এখন আর আগের মতো নেই। অনেক পাল্টেছেন। ছবিও করছেন না খুব একটা। কোনো গল্প খুব বেশি ভালো লাগলে রাজি হন। তিনি শেষ অভিনয় করেছিলেন সঞ্জয়লীলা বানশালীর 'গুজারিশ' ছবিতে। হৃতি্বকের সঙ্গে জুটি বেঁধে। তাও প্রায় এক বছর আগের কথা। ছবি করছেন না বললেই চলে। অথচ তিনি মাধুরী দীক্ষিতের মতো সন্তানের মা হয়ে ঘর-সংসার নিয়েও ব্যস্ত নন। ঐশ্বরিয়া কেন নিজেকে গুটিয়ে নিচ্ছেন, তা কেউ বলতে পারছেন না। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমি পেছন ফিরে দেখছি। অনেক ভালো কাজ করেছি। ওগুলোর স্মৃতি নিয়েই আছি।' এটা গা বাঁচানো উত্তর বলে মন্তব্য করছেন সবাই। রহস্য অন্যখানে। যাই হোক, ঐশ্বরিয়ার এই 'নাই'-এর মধ্যেও একটি সুখবর আছে। তিনি একটি ছবিতে কাজ করছেন। ছবিটির নাম 'হিরোইন'। তা হলো, নির্মাতা মাধুর ভান্ডারকর নাকি তাকে হাতে-পায়ে ধরে রাজি করিয়েছেন।




0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More