৩ জুন শুক্রবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী চেয়ারম্যান পদে ৫১জন, সংরক্ষিত আসনে ১০৫জন ও সাধারন মেম্বার পদে ২৮৭ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে।
কামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোক্তারুজ্জামান(মাইক), গোলাম মোস্তুফা (গরুর গাড়ী), হাছান জুবায়ের হিটলার (তালা), এস এম মনিরুল ইসলাম মিলন (দেয়ালঘড়ি), আব্দুর রউফ (আনারস) ও মোস্তুফা কামাল (কাপ-পিরিচ), বাট্টাজোড় ইউনিয়নের চেয়ারম্যান পদে আমজাদ আলী(আনারস), মোখলেছুর রহমান(তালা), মোজাম্মেল হক তালুকদার(গরুরগাড়ী), আদেল ইবনে আওয়াল(কাপ-পিরিচ), মীর মোহাম্মদ জহির উদ্দন(মাইক) ও মুসা মিয়া (চাশমা), নুরু উল্লাহ (দেয়ালঘড়ি) সাধুরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল আলম (আনারস), হুমায়ন কবির (তালা), মিজানুর রহমান লেবু (গরুর গাড়ি) ও জি এম জসিম উদ্দিন (দেয়ালঘড়ি), বগারচর ইউনিয়ন চেয়ারম্যান পদে মতিউর রহমান (দোয়াত কলাম), আবুল কালাম আজাদ (জাহাজ), মোশারফ হোসেন (কাপ-পিরিচ), আক্তারুজ্জামান (মাইক), আসাদুজ্জামান (দেয়ালঘড়ি), আব্দুল মাজেদ (চশমা), আহম্মদ আলী (গরুর গাড়ি), শাহজাহান মোল্লা (আনারস), নজরুল ইসলাম (তালা), জামিউল হক (বালতি) ও ফরহাদ হোসেন ডেবিট (টেলিফোন), নিলাক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে হাসমত আলী (তালা), মমতাজ উদ্দিন খোকা (আনারস), হামিদুর রহমান (গরুর গাড়ী), মনোয়ার হোসেন (জাহাজ), রেজাউল করিম (চশমা), হাবিবুর রহমান (দোয়াত কলম) ও আজিজুর রহমান (দেয়ালঘড়ি), মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান পদে আবু হাসেম (মাইক), রাজীউল হাসান আকন্দ (তালা), গোলাম মওলা (দেয়ালঘড়ি), আব্দুল হামিদ (গরুর গাড়ী), হুমায়ন কবির (চশমা), মাহবুবুর রহমান (আনারস) বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে রতন মিয়া (মাইক), আব্দুল হামিদ (চশমা), মোজাহারুল ইসলাম (কাপ-পিরিচ), মানিক সওদাগর (গরুর গাড়ি), আনোয়ার হোসেন(আনারস), মোনাহার আলী (তালা), মোঃ সাইয়ুম (দোয়াত কলাম), ফখরুজ্জামান (দেয়ালঘড়ি) ও সামছুল আলম (জাহাজ) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
0 comments:
Post a Comment