উষাকীর্তন বাল্যভোগ প্রসাদ বিতরন রাজভোগ লোকনাথের আত্্রজীবনি চিত্র প্রর্দশন সন্ধ্যা আরতি ও নামকীর্তন কর্মসূচির মধ্যে দিয়ে হিন্দুসম্প্রদায়ের ১২১তম শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী তিরোধান উৎসব পালিত হয়েছে। ৩ জুন শুক্রবার বকশীগঞ্জ লোকনাথ সংঘের উদ্যোগে আয়োজিত তিরোধান উৎসব উপলক্ষে উপজেলার শহরে ত্রিনাথ চৌধুরী বাড়ির আঙ্গিনায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্টান অনুষ্ঠিত হয়। হিন্দু সম্প্রাদয়ের প্রাণ পুরুষের তিরোধন উৎসবে কয়েক হাজার লোকনাথ ভক্ত উপস্থিত ছিলেন।
0 comments:
Post a Comment