৬ জুন মঙ্গলবার বকশীগঞ্জে সুজন- সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও ভোটারদের নিয়ে জনতার মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুজনের সভাপতি আব্দুল মোমিন মাষ্টারের সভাপতিত্বে বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোঃ মাসুম আলম খান, অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজনের জেলা সমন্বয়কারী নাছির আহাম্মেদ ও সম্পাদক এম. শাহীন আল আমীন। অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী মানিক সওদাগর, মোজাহারুল ইসলাম, ফখরুজ্জামান মতিন, আব্দুল হামিদ, আগা সাইয়ুম, রতন মিয়া, আনোয়ার হোসেন বাহাদুর ভোটারদের উপস্থিতিতে বক্তব্য ও অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন । অনুষ্ঠানের উপস্থিত বিপুল সংখ্যক ভোটারও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার শপথ করেন।
0 comments:
Post a Comment