কথা ছিল ধুম ৩ ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। কিন্তু বলিউডের বাতাসে গুজব উঠেছে, সেই আশার গুড়ে বালি! ২৬ বছর বয়সী এই তারকা নাকি বেজায় ব্যস্ত। ব্যস্ততার কারণ, এক দ্য টাইগার নামের একটি ছবি। আর কয়েক দিন বাদেই এই ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। সেটা নিয়েই আপাতত পড়ে আছেন ক্যাটরিনা। তাই দোলাচলে পড়েছে ধুম ৩ ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস।তবে গুজব পুরোপুরি উড়িয়ে দিয়েছেন সংস্থাটির লোকজন। তাঁরা আশা করছেন, আমির খানের সঙ্গে এবার ধুম ৩ মাত করবেন ক্যাট।
0 comments:
Post a Comment