ভিন গ্রহের প্রাণীদের নিয়ে মানুষের জল্পনা-কল্পনার কোনও শেষ নেই। তাছাড়া ভিন গ্রহের প্রাণীদের নিয়ে বিভিন্ন সময়ে নানা গল্পও রচিত হয়েছে। আবার অনেক বিজ্ঞানী নানা যুক্তি দিয়ে ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্ব প্রমাণের চেষ্টাও করেছেন। ইটি নামে ভিন গ্রহের প্রাণী নিয়ে একটি গল্প চালু রয়েছে। যারা পৃথিবীতে এসে অদ্ভুত সব কাণ্ড ঘটিয়েছিল। তবে যাই হোক এবার বিজ্ঞানীরা সত্যি সত্যিই ইটির খোঁজে নেমেছেন। ভিন গ্রহে কোনও প্রাণী আছে কিনা তা জানার ইচ্ছা বিজ্ঞানীদের অনেক দিন আগে থেকেই। চাঁদ বা মঙ্গল গ্রহে প্রাণী রয়েছে কিনা এর আগে তা জানার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা। এবার যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় একটি বিশাল রেডিও টেলিস্কোপ বসিয়েছেন জ্যোতির্বিদরা। যে টেলিস্কোপটি পৃথিবীর মতো সম্ভাব্য ৮৬টি গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তার সন্ধান করবে। নাসার কেপলার মহাশূন্য টেলিস্কোপের মাধ্যমে সম্ভাব্য ১২৩৫টি গ্রহ শনাক্ত করা হয়েছে। এ গ্রহগুলোর মধ্যে ৮৬টি গ্রহ থেকে রেডিও স্টেশনের মাধ্যমে ২৪ ঘণ্টা তথ্য-উপাত্ত সংগ্রহ করা শুরু হয়েছে। সেই ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে এসইটিআই প্রকল্পের মাধ্যমে গ্রহগুলোতে অনুসন্ধানের কাজ একবার শুরু করা হয়েছিল। কিন্তু বাজেটে ঘাটতির কারণে প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়। বর্তমান এলিয়েন টেলিস্কোপ অ্যারেই বা এটিএ প্রকল্পটি এসইটিআই ইন্সটিটিউটের প্রকল্পের একটি অংশ। ২০০৭ সালে ‘এটিএ’ ইউসি বার্কলে রেডিও অ্যাসট্রোনমি ল্যাবের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করে। আর এর অর্থায়নে ছিল এসইটিআই এবং দ্য ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন বা এনএসএফ। কিন্তু এখন আবার নতুন করে কাজ শুরু হয়েছে। তবে এর ফলাফলের জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
0 comments:
Post a Comment