বকশীগঞ্জে পণ্য সিডিসহ এক ব্যবসায়ী আটক




২০ জুন অবৈধ পণ্য সিডি ও সিডিতৈরীর সরঞ্জামসহ বকশীগঞ্জে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে এক ব্যবসায়ী।
র‌্যাব সূত্রে জানা গেছে র‌্যাব- ১২ এর ডিএডি মিনহাজ এর নেতৃত্বে একটি দল উপজেলার সদর কামারপাট্টি মোড়ে হামিদুর মিউজিক কর্ণারে অভিযান চালিয়ে বিপুল পরিমান পণ্য সিডি ও সিডি তৈরীর সরঞ্জাম ও ব্যবসায়ী শাহাজামালকে গ্রেফতার করেছেন।


0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More