আলিসা ক্যাম্পানেলা নির্বাচিত হয়েছেন মিস ইউএসএ। তার বাড়ি যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসে। রোববার লাস ভেগাসে অনুষ্ঠিত হয় ওই প্রতিযোগিতা। এতে আলিসার নাম ঘোষণা হয়। আলিসা একেই তো মডেল, তার ওপর মিস ইউএসএ খেতাব জয়ে আনন্দে আত্মহারা। এ বিজয়ের ফলে তিনি আগামী ১২ই সেপ্টেম্বর ব্রাজিলের সাউ পাওলোতে যে মিস ইউনিভার্স প্রতিযোগিতা বসছে তাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন। রোববার তিনি মিস ইউএসএ বিজয়ী হওয়ায় তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন বর্তমান মিস ইউএসএ রিমা ফাকিহা। এবার এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস টেনেসি। তৃতীয় হয়েছেন মিস আলাবামা এবং চতুর্থ হয়েছেন মিস টেক্সাস। আলিসা ক্যাম্পানেলা সাবেক মিস টিন ইউএসএ-২০০৭ এর রানার আপ। ওই সময় তিনি প্রতিনিধিত্ব করেছিলেন নিউ জার্সির হয়ে। তিনি বলেছেন, তার বয়স যখন মাত্র ১৫ বছর তখন থেকেই তার মায়ের উৎসাহে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তিনি স্বীকার করেছেন, এতে হাইস্কুলের পড়াশোনা করতে খুব বেগ পেতে হয়েছে।
0 comments:
Post a Comment