তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল রাখার দাবিতে আবারও দেশব্যাপী লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। বিএনপির একাধিক নেতা সোমবার রাতে এমন আভাস দিয়েছেন।
তারা জানান, আজ মঙ্গলবার নয়াপল্টন কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশ থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হতে পারে। তত্ত্বাধায়ক সরকার পদ্ধতি সংবিধানে বহাল রাখাসহ অন্যান্য দাবিতে জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল ডাকা হতে পারে। জ্বালানি তেল-গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও সকল প্রকার যানবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গত শনিবার আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধনের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত বিলটি জাতীয় সংসদে উত্থাপন করেন। ওইদিনই সংবাদ সম্মেলন করে বিল উত্থাপনের তীব্র বিরোধীতা করে তা প্রতিহত করার ঘোষণা দেয় বিএনপি।
প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল রাখার দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা বেশ কয়েকটি দল আন্দোলন করে আসছে। এ দাবিতে তারা গত ৫ জুন এবং ১২ থেকে ১৩ জুন দেশব্যাপী লাগাতার ৩৬ ঘণ্টার হরতাল পালন করে।
0 comments:
Post a Comment