আষাঢ় মানেই বৃষ্টি আর বৃষ্টি। তাই আষাঢ় মাসে ছাতার কদর সবচেয়ে বেশি। কারণ এসময় ছাতাই হয় পথ চলার অন্যতম বন্ধু। ছাতা আবিষ্কার নিয়ে ইতিহাস প্রচলিত রয়েছে। ধারণা করা হয় আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ছাতা আবিষ্কৃত হয়েছিল। তবে আবিষ্কার নিয়ে নানা বিতর্ক রয়েছে। ১৮৩০ সালে ‘জেমস স্মিথ অ্যান্ড সন্স’ নামে বিশ্বের প্রথম ছাতার দোকান চালু হয়। দোকানটি লন্ডনের ৫৩ নিউ অক্সফোর্ড স্ট্রিটে এখনও চালু রয়েছে। সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্যই ছাতা প্রথমে ব্যবহার হতো। তবে বৃষ্টি প্রতিরোধ করার জন্য প্রথম ছাতার ব্যবহার শুরু করে চাইনিজরা। ছাতা আবিষ্কারের কাহিনী অনেক পুরনো হলেও অষ্টাদশ শতক পর্যন্ত ছাতার আকৃতি ছিল অনেক বড়। যার ওজনও ছিল অনেক বেশি। ১৮৫২ সালে স্যামুয়েল ফক্স স্টিলের চিকন রড দিয়ে রানী ভিক্টোরিয়ার জন্য ছাতা তৈরি করেন। একসময় লন্ডনে প্রচুর বৃষ্টিপাত হতো। ফলে সেখানে ছাতার ব্যবহার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। যে কারণে লন্ডন ছাতার শহর হিসেবে পরিচিত। ছাতা আবিষ্কারের শুরুতে সোনা, রুপা এবং বিভিন্ন প্রাণীর শিং ও হাতির দাঁত দিয়ে ছাতার হাতল তৈরি করা হতো। ১৭১৫ সালে মারিয়াস নামে এক পারস্যের নাগরিক পকেট ছাতা আবিষ্কারের কৃতিত্ব দাবি করেন। এরপর ঊনিশ শতকে ছাতাকে বিভিন্ন ডিজাইনের এবং সহজে বহনযোগ্য করা হয়। ১৮৫২ সালে গেজ নামে একজন প্যারিস নাগরিক স্বয়ংক্রিয় সুইচের সাহায্যে ছাতা খোলার পদ্ধতি আবিষ্কার করেন। ১৯২০ সালে জার্মানির বার্লিন শহরের হ্যানস হাপট নামে এক ব্যক্তি ছাতা তৈরিতে অভিনব পরিবর্তন আবিষ্কার করেন। তিনি ছোট সাইজের সহজে পকেটে বহনযোগ্য ছাতা তৈরি করেন। ১৯৩৬ সালে লর্ড ও লেডি নামে এই ছাতা জার্মান জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। ১৯৫০ সালের দিকে জার্মানির নিরিপস কোম্পানির ছাতায় ডিজাইন ও আকারের ক্ষেত্রে পরিবর্তণ আনে, যা ভ্রমণকারীদের কাছে খুব সমাদৃত হয়েছিল। ১৯৬০ সালে পলিয়েস্টার কাপড়ের ছাতা পৃথিবীজুড়ে ব্যাপক সাড়া ফেলে। বিশ শতকের শেষের দিকে ছাতায় আরেক ধরনের পরিবর্তন আসে। এক সময় ছাতার রং কালো থাকলেও এখন বাহারি রংয়ের ছাতা তৈরি হচ্ছে। অ্যালুমিনিয়াম, ফাইবার গাস ইত্যাদি ব্যবহƒত অনেক আকর্ষণীয় ডিজাইনের ছাতা এখন বাজারে এসেছে। স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধের জন্য এখন ছাতায় ববহƒত হচ্ছে সুইচ। তাছাড়া কেবল বৃষ্টি থেকে বাঁচতে নয় রোদের তীব্রতা থেকে নিজেকে রক্ষা করতেও ছাতা সর্বত্রই ব্যবহƒত হচ্ছে।
0 comments:
Post a Comment