বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে শীর্ষ অবস্থানে উঠে এসছে সুন্দরবন





২০ জুন : বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে শীর্ষ অবস্থানে উঠে এসছে সুন্দরবন। এ নির্বাচনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হেলং বে। তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার জে জু আইল্যান্ড। চুতর্থ অবস্থানে রয়েছে পিলিপাইনের পিপি আন্ডারগ্রাউন্ড রিভার। তবে জার্মানির ব্ল্যাক ফরেস্ট তার অবস্থান থেকে অনেকটাই নিচে নেমে এসেছে।
 আগামী ১১ নভেম্বর পর্যন্ত সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দেয়া যাবে। পৃথিবীর নতুন সপ্তাশ্চর্য হিসেবে সুন্দরবনকে নির্বাচনে সংক্ষিপ্ত মোবাইল বার্তার (এসএমএস) মাধ্যমেও ভোট দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ব্যাপারে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন ও বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বিভিন্ন জেলায় গাড়ি পাঠিয়ে ভোট দেয়া এবং নানাভাবে প্রচার চালিয়ে যাচ্ছে সরকার। তবে সুন্দরবনের জন্য আরো অনেক ভোটের প্রয়োজন। এ জন্য ভারতের তারকাদের বাংলাদেশে এনে ও বাংলাদেশের তারকাদের ভারতে নিয়ে সুন্দরবনের পক্ষে জনমত গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।
 সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে অখণ্ড বন যা বিশ্বে সর্ববৃহ। এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। ১০ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। ১৯৯২ সালের ২১ মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি পায়
  

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More