বিকিনিতে ক্যাটরিনার অনীহা







২০০৩ সালে বুম সিনেমা দিয়ে বলিউডে ক্যাটরিনা কাইফের অভিষেক ঘটে। প্রথম ছবিতেই বিকিনি পরে দর্শকের সামনে হাজির হয়েছিলেন এই বলিউড রূপসী। তবে এই বিকিনি পরা নিয়ে সম্প্রতি ঝামেলায় পড়েছেন ক্যাটরিনা। বিগ বাজেটের ধুম থ্রি ছবিতে তাকে আবারো বিকিনি পরে ক্যামেরার সামনে দাঁড় করাতে চান পরিচালক ও প্রযোজক। কিন্তু হালের এই বলিউড সেনসেশন বিকিনি পরে শট দিতে অনীহা প্রকাশ করেছেন। এদিকে প্রযোজকও নাছোড়বান্দা। যেকোনোভাবে ক্যাটরিনাকে লাস্যময়ীভাবে পর্দায় উপস্থাপন করতে চান তিনি। ইতিমধ্যে ক্যাটকে জানিয়ে দেয়া হয়েছে, প্রস্তাবে রাজি না হলে প্রয়োজনে ছবি থেকেই তাকে বাদ দেয়া হবে। এখন দেখার বিষয়, ক্যাটরিনা কি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় থাকবেন নাকি প্রযোজকের কথায় রাজি হবেন।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More