সিদ্ধান্তহীনতায় ভুগছেন




জাভেদ আকতার তনয়া জয়া আকতার নির্মিত জিন্দেগি না মিলেগি দুবারা সিনেমায় ঋত্বিক রোশনের সঙ্গে ক্যাটরিনা কাইফের তিন মিনিটের অন্তরঙ্গ একটি দৃশ্য নিয়ে বেশ ভালো সমস্যাতেই পড়েছেন। দৃশ্যটি রেখে দেওয়া বা কেটে ফেলার ব্যাপারে তিনি এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন। স্প্যানিশ টোটামিনা উত্সবের সময় নির্মিত একটি দলীয় সংগীতের সময় ঋত্বিক ও ক্যাট ওই দৃশ্যে অভিনয় করেন। জয়া মনে করছেন যে দৃশ্যটি দলীয় সংগীতটির আকর্ষণ কেড়ে নিতে পারে। এছাড়াও দুজন সুপারস্টারের তারকাখ্যাতির ওপরেও দৃশ্যটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। এরই মধ্যে ঋত্বিক ও ক্যাটের সঙ্গে কথা বলেছেন জয়া। দুজনেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন জয়াকে। এখন তিনি কী সিদ্ধান্ত নেন তাই দেখার বিষয়।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More