নজরুল সম্মেলন শেষ হলো



বিদ্রোহীকবিতার ৯০ বছর পূর্তি হয়েছে এ বছর। আর এ উপলক্ষে নজরুল ইনস্টিটিউট আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক নজরুল সম্মেলনশেষ হলো গতকাল শনিবার।
 সকালে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের আয়োজন। সন্ধ্যায় আলোচনা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে আন্তর্জাতিক এ সম্মেলন।
 বিকেলে জাতীয় নাট্যশালায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের নজরুল গবেষক অধ্যাপক উইন্সটন ই ল্যাংলি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার ও অধ্যাপক মোহিত উল আলম। ধন্যবাদ জ্ঞাপন করেন নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার।
 রাতে সমাপনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শাহীন সামাদ, নাশিদ কামাল, ডালিয়া নওশীন, সুজিত মোস্তফা, ইয়াসমিন মুশতারী, ইয়াকুব আলী খান, খিলখিল কাজী, শহীদুল ইসলাম এবং ভারত থেকে আসা শিল্পী কৃষ্ণা মজুমদার, রামানুজ দাশগুপ্ত ও সুস্মিতা গোস্বামী।
 নৃত্যলোক কামাল পাশা গীতিনাট্যের সঙ্গে নৃত্য পরিবেশন করে। আবৃত্তি পরিবেশন করেন সীমা ইসলাম এবং দাও শৌর্য দাও ধৈর্যগানটি সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন নজরুল ইনস্টিটিউটের শিল্পীরা। থিয়েটার অ্যান্ড মিডিয়া ফাউন্ডেশন পরিবেশন করে জাগো সুন্দর চির কিশোর নাটকটি।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More