যে ছবি তাঁকে এনে দিয়েছে ভুবনজোড়া খ্যাতি, সেই ছবি থেকেই কিনা ছিটকে পড়ছেন তিনি! ট্রান্সফরমারস সিরিজের দু-দুটি ছবিতে অভিনয় করে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নারীর তকমা বাগিয়েছেন ২৫ বছর বয়সী অভিনেত্রী মেগান ফক্স। এখন পরবর্তী ছবি থেকেই কিনা বাদ পড়ার উপক্রম হয়েছে তাঁর। প্রযোজক স্টিভেন স্পিলবার্গের সাফ কথা, ‘ছবি থেকে ওই মেয়েকে বাদ দেওয়া হোক।’ তাঁর বদলে ব্রিটিশ এক মডেলকে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। স্পিলবার্গের রাগের কারণ আর কিছুই না, ছবির পরিচালক মাইকেল বেকে ‘হিটলার’ বলে গালি দিয়েছেন মেগান। সঙ্গে সঙ্গে পরিচালককে ডেকে ওই নির্দেশ দেন স্পিলবার্গ। এদিকে মেগান ফক্স দাবি করছেন, অন্য ছবিতে কাজের সুবিধার্থে ট্রান্সফরমারস সিরিজের তৃতীয় ছবিটি তিনি নিজে থেকেই ছেড়ে দিয়েছেন। ওয়েবসাইট।
0 comments:
Post a Comment