মা হচ্ছেন লারা


সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রায়ের মা হওয়ার খবরে বলিউড পাড়ায় এখন আনন্দের বন্যা বইছে। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে আরো একটি খুশির খবর। বলিউডের হটগার্ল লারা দত্তের কোলজুড়েও আসছে নতুন অতিথি। বর্তমানে লারা দত্ত তিন মাসের অন্তঃসত্ত্বা। খবরটি নিশ্চিত করেছেন লারা দত্তের স্বামী টেনিস তারকা মহেশ ভূপতি। গত ২১ ফেব্রুয়ারি তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরপরই নব দম্পতি সন্তান নেয়ার সিধান্ত গ্রহণ করেন। মহেশ ভূপতি জানান, লারার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তিনি একাধারে আনন্দিত ও উচ্ছ্বসিত। এ সময়টিকেই তিনি বাবা হওয়ার উপযুক্ত বলে মনে করেন। মহেশ ভূপতি খুব শিগগিরই নতুন অতিথি আগমনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
সম্প্রতি লারা দত্ত ডন-টু ছবির কাজ শেষ করেছেন। এখন থেকে তিনি পূর্ণাঙ্গ বিশ্রামে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More