স্বাগতম স্নেহা উল্লাহ



বলিউড নায়িকা স্নেহা উল্লাহ ঢাকায় আসছেন। সূত্র জানায় চলতি জুলাই মাসের তৃতীয় সপ্তাহে। বাংলাদেশের ছবি মোস্ট ওয়েলকামে তিনি অভিনয় করছেন। ছবির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য সপ্তাহ খানেক ঢাকায অবস্থান করবেন। মোস্ট ওয়েলকাম ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। মুনসুর ফিল্মমের ব্যানারে ছবিটি প্রযোজনায় রয়েছেন এম এ জলিল অনন্ত। এরই মধ্যে মুন্বাই ও ব্যাংককে ছবির কিছু অংশের শুটিং শেষ হয়েছে। তাতে অংশ নিয়েছেন স্নেহা। ছবির বাকি অংশের শুটিং ঢাকাতেই হবে। ছবিতে স্নেহা উল্লালের বিপরীত অভিনয় করছেন অনন্ত।
ছবির শুটিংয়ের প্র¯ু—তির কথা জানিয়ে পরিচালক অনন্য মামুন বলেন এরই মধ্যে ছবির বেশির ভাগ কাজ শেষ করেছি আমরা। ব্যংককসহ আশপাশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকদিন ছবিটির শুটিং করেছেন স্নেহা। তাকে নিয়ে এবার বাংলাদেশে কিছু দৃশ্যের শুটিং করবে। আর এজন্যই তার বাংলাদেশে আসা। এফডিসির ৯ ফ্লোরে ছবিটির ইনডোর শুটিং করবে। স্নেহা উল্লালের দৃর্শধারণের মাধ্যমেই ছবির বাদবাকি কাজ শেষ হবে। সেনহা উল্লাল তেলেগু ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে বলিউডে কাজ করা শুরু করেন। চলচিত্রে ৭ বছরের ক্যারিয়ারেরর স্নেহা এবারই প্রথম বাংলা ভাষা ও বাংলাদেশের ছবিতে প্রথম অভিনয় করছেন। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মাসকাট শহরে জন্ম নেয়। স্নেহা উল্লাল বলিউড সুপারস্টার সালমান খানের ছোট বোন অর্পিতা খানের বান্ধবী। অর্পিতা খানের মাধ্যমেই সালমানের সঙ্গে তার পরিচয় হয়। এরপর সালমানের সঙ্গে প্রথম অভিনয় করেন ওলাকি-নো টাইম ফর লাভ ছবিতে। এরপর একে একে এরিয়াজানিতেও ইয়ারকাশ মেরে হোতাকিসহ বেশ কয়েটি ছবিতে অভিনয় করেন। পাশপাশি স্নেহা তেলেগু কেন্নাডা ও ইংরেজি ছবিতেও আভিনয় করেছেন। এসব ছবির মধ্যে উল্লেখযোগ্য হলো উল্লাছামাগা উৎছাহামগনিনেনু মিকু তেলুছা কারেন্ট কি তারছু সিমস্থএলা মডেলান্ডিগান্ধী প্রভৃতি। বলিউডের সুপার হিরোইন ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে স্নেহা উল্লালের চেহারায় আশ্চর্য মিল খুঁজে পাওয়া যায়। প্রথম যখন স্নেহা বলিউডে কাজ করতে আসেন , তখন অনেকেই তাকে ঐশ্বর্যের সহোদর বলে মনে করেছিলেন।













0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More