বিয়ে করলেন অপূর্ব



বিয়ে করলেন মডেল- অভিনেতা অপূর্ব। গতকাল ঢাকার একটি স্থানীয় রেস্তোরাঁয় নাজিয়া রহমান অদিতির সঙ্গে তার আকদ (কাবিন) সম্পন্ন হয়েছে। অদিতি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে অনার্স করছেন বলে জানিয়েছেন অপূর্ব। আগামী ডিসেম্বরে এ অনুষ্ঠান সম্পন্ন করার কথা থাকলেও পারিবারিক সিদ্ধান্তে গতকালই তাদের আকদ সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে অপূর্ব জানিয়েছেন, ‘বেশ কয়েকদিন যাব পরিবার থেকে চাপ ছিল বিয়ে করার জন্য। আগে থেকেই কনে দেখে রেখেছিলেন বাবা-মা। মূলত তাদের পছন্দেই গতকালের আয়োজন।অপূর্ব আরও জানিয়েছেন, ‘সবে আকদ সম্পন্ন হল। এরপর ভবিষ্য পরিকল্পনা। অদিতি এখনও পড়াশোনা করছে। আগামী বছরের শুরুর দিকে বাকি আনুষ্ঠানিকতা শেষ করব।বিয়ে প্রসঙ্গে অপূর্বর অনুভূতি বেশ অন্যরকম।

বলেছেন তিনি, ‘আসলে পরিবারের সিদ্ধান্তে একটি কাজ করা নিজের জন্য কতটা সুখকর তা এখন বুঝতে পারছি। যে কোন কাজে নিজের পরিবার পাশে থাকলে অনেক বেশি স্বস্তিতে থাকা যায়।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More