অসংখ্য খানাকন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বকশীগঞ্জ উপজেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত বকশীগঞ্জ শ্রীবরদী সড়ক। ফলে প্রায়ই সড়কে দূর্ঘটনার শিকার হয় পথচারীরা। সড়ক ও জনপদ বিভাগের বকশীগঞ্জ- শ্রীবরদী সড়কটি শেরপুর জেলা ও জনপদ বিভাগের অন্তর্ভূক্ত। বনবিভাগ, স্থলবন্দর, বিজিবি, পর্যটনশিল্প ও কুড়িগ্রাম জেলার বিছিন্ন উপজেলারগুলোর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় জামালপুর জেলার সবচেয়ে ব্যস্ততম সড়ক হিসেবে পুরচিতি বকশীগঞ্জ শ্রীবরদী সড়ক। এই সড়কটি জামালপুর ও কুড়িগ্রাম জেলার উত্তরাঞ্চলের প্রবেশদ্বার। প্রতিদিন প্রায় দেড়/দুই হাজার যানবাহন চলাচল করে থাকে এই সড়ক দিয়ে। কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজিবপুর ও জামালপুর জেলার সানন্দবাড়ি, বিশাল বনজসম্পদ, স্থলবন্দর ও প্রায় ৯০ কিলোমিটার সীমান্ত রক্ষার প্রয়োজনে এই সড়কের বিকল্প নেই। জামালপুর শেরপুর ও কুড়িগ্রাম জেলার প্রায় লাখ মানুষের জরুরী চিকিৎসা সেবার প্রয়োজনেও এই সড়কটি ব্যবহার হয়ে থাকে। বকশীগঞ্জ শহর থেকে শেরপুর জেলা শহর পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার দৈর্ঘ এই সড়কের র্দীঘদিন কোন সংস্কার না হওয়ায় বিভিন্নস্থানে সড়কের দুই পাশ ধসে গেছে। ইট খোয়া বালি ও মাটি সরে গিয়ে ছোট বড় অসংখ্য খানা খন্দের সৃষ্টি হয়েছে। ফলে এই সড়কে যানবাহন চলাচল করা খুবই কঠিন হয়ে পড়েছে। কিন্তু এই জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের কোন উদ্যোগ নেই।
0 comments:
Post a Comment