ঢালিউডের নায়িকা রতœার বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন



ঢালিউডে নায়িকা রতœার অভিষেক হয়েছিল ২০০৩ সালে। পরিচালক সেলিম আজম এর কেন ভালবাসলাম ছবিতে অভিনয়রে মাধ্যমে। সে সময় তিনি ছিলেন মাত্র অষ্টম শ্রেনীর ছাত্রী। চলচিত্রে কাজ শুরু করার পর অনেক নায়িকাই পড়ালেখা ইতি টানেন। রতœা অবশ্য পড়ালেখা এখনো চালিয়ে যাচ্ছেন। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন তিনি। এবছরই রতœা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কর্ম বিষয়ে সেকেন্ড ক্লাস পেয়ে অনার্স সম্পন্ন করেছেন। চলতি মাসের শুরুতে তিনি ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষনা ইনস্টিটিউটে। মাস্টার্র সম্পন্ন করবেন সেখান থেকেই।
সমাজ কল্যান ও গবেষনা ইস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডঃ মোহাম্মদ সামাদ রতœার ভর্তি হওয়ার প্রসঙ্গে বলেন, আমাদের ইনস্টিটিউটে নায়িকা রতœার ভর্তি হওয়ার কথা আমি শুনেছি। চলচিত্রে কাজ করার পাশাপাশি একজন শিল্পীর লেখাপড়ার প্রতি এই আগ্রহটাকে আমি প্রশংসার চোখে দেখি। আশা করি রতœা পড়াশোনাতে অনেক ভাল করবে।
রতœা নিয়মিত ক্লাস করা শুরু করেছেন গত ২১ জুলাই থেকে। এ বিষয়ে রতœা বলেন, আসলে চলচিত্রে কাজ করার পাশাপাশি আমি আমার পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যেতে চাই। এরই মধ্যে ৩১ তম বিসিএস পরীক্ষায অংশগ্রহনও করলাম। ফলাফল ভাল হয়নি। কিন্তু তাতে মন খারাপ হয়নি। আমি এই মূহুর্তে ৩২তম বিসিএসে অংশগ্রহণের জন্য বেশ ভালভাবে প্রস্তুতি নিচ্ছি। আশা করি এবার ভাল করতে পারবো। আসলে বিসিএস ক্যাডার হিসেবেই আমার চাকরি করার ইচ্ছে।
আগামী ঈদে মুক্তি পাবে রতœা অভিনীত শাহীন সুমন পরিচালিত অঙ্ক ছবি। এছাড়া রতœা এই মূহুর্তে পড়ালেখা পাশাপশি কাজ করছেন শাহীন সুমনের যোগ্য সন্তান, কামাল মাহমুদের এক দুই তিন, শাওন আশরাফের আতœার সাথে লড়াই ও কমল সরকারের রড়লোকের ছেলে গরীবের মেয়ে ছবি।



0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More