
দুই ঘণ্টার ব্যবধানে বষিধর সাপরে দংশনে মৃত্যুর কোলে ঢলে পড়লনে নবদম্পত।ি হৃদয়বদিারক এ ঘটনাটি ঘটছেে ঝনিাইদহরে কোটচাঁদপুর উপজলোর বলাবাড়য়িা দাদপুর গ্রামরে বাগরেপাড়ায়। এরা হলনে ওই গ্রামরে কৃষ্ণপদ ছলেে রূপ কুমার (২২) ও তার নবববিাহতি স্ত্রী সান্ত্বনা রানী (১৮)। মাত্র দুসপ্তাহ আগে তাদরে বয়িে হয়। স্থানীয় ইউপি মম্বের নজরুল ইসলাম খান জানান, সোমবার দবিাগত রাত সাড়ে ১২টার দকিে কোটচাঁদপুর উপজলোর বাগরেপাড়ার নজি বাড়তিে রূপ কুমার টভিতিে ছবি দখেছলিনে। এসময় পাসে তার স্ত্রী সান্ত্বনা রানী ঘুময়িে ছলিনে। হঠাৎ একটি বষিধর গোখরো সাপ সান্ত্বনা রানীকে ছোবল দলিে বষিরে যন্ত্রণায় তার ঘুম ভঙ্গেে যায়। তনিি সাপটকিে ধরে দূরে ছুড়ে মারনে। কন্তিু তা পাশইে তার স্বামীর গায়ে পড়ে এবং তাকওে কামড়ে দয়ে। স্বামী-স্ত্রীর আর্তচিত কারে বাড়রি লোকজন ছুটে আসনে। এরপর ওঝা এনে ঝাড়-ফুঁক করে বষি নামানোর চষ্টো চলে রাতভর। কন্তিু কোনও ফল হয়ন।ি ধীরে ধীরে তাদরে অবস্থার অবনতি ঘটতে থাক।ে প্রত্যক্ষর্দশী দাদপুর গ্রামরে রমজান আলী জানান, সব চষ্টো র্ব্যথ হলে মঙ্গলবার সকাল ১০টার দকিে প্রথমে সান্ত্বনা রানী ও দুপুর ১২টার দকিে স্বামী রূপ কুমার মৃত্যুর কোলে ঢলে পড়নে।
এ ঘটনায় পরবিারসহ পুরো এলাকায় শোকরে ছায়া নমেে আস।ে কোটচাঁদপুর থানার অফসিার ইনর্চাজ আকরাম হোসনে, ঘটনাস্থলে পুলশি পাঠানো হয়ছে।ে পারবিারকি সূত্র জানায়, মাত্র দু’সপ্তাহ আগে রূপকুমার ও সান্ত্বনা রানী পরণিয় সূত্রে আবদ্ধ হন।পরে প্রতিবেশীরা বষিধর গোখরা সাপটকিে মরেে ফলো হয়ছে।ে
0 comments:
Post a Comment