বকশীগঞ্জে দেড় টাকা কেজি কাচামরিচ!




মরিচ চাষ করে বিপাকে পড়েছে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কৃষকরা। দরপতন হওয়ায় কাঁচা মরিচ কৃষকের গলায় ফাঁসে পরিনত হয়েছে।
জানা গেছে, চলতি মওসুমে বকশীগঞ্জ উপজেলায় প্রায় ৩০০ হেক্টর জমিতে কাচামরিচের চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। কিন্তু দরপতন হওয়ায় বকশীগঞ্জ উপজেলার হাটবাজার গুলোতে প্রতিমন কাচামরিচ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়ে আসছে। ফলে কাচামরিচ নিয়ে বিপাকে পড়েছে বকশীগঞ্জ উপজেলার কৃষকরা। টুপকারচর সর্দারপাড়ার কৃষক সোরহাব আলী জানান, উৎপাদন খরচ ছাড়াও বর্তমানে ১ মন কাচামরিচ খেত থেকে তুলে বাজারে আনা পর্যন্ত খরচ হয় ১৬০ থেকে ১৮০ টাকা। কিন্তু বিক্রি করছে মাত্র ৬০ থেকে ৮০ টাকা মন। তাই উৎপাদন খরচও উঠছেনা।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More