এসএসসি পরীক্ষার আগে হবে অভিন্ন প্রশ্নপত্রে টেস্ট






এসএসসির আগে শুরু হচ্ছে আরেক এসএসসি পরীক্ষা। ১০ অক্টোবর সারাদেশে শুরু হবে ওই পরীক্ষা। আরএতে অংশ নেবে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী। পরীক্ষাটির নাম অবশ্য ‘এসএসসি’ নয়; ‘এসএসসি টেস্ট বা নির্বাচনী পরীক্ষা’। ওই পরীক্ষার ব্যপ্তি এবং পরীক্ষার্থী সংখ্যা মূল এসএসসির চেয়ে কোন অংশে কম নয়, বরং বেশি। ২০১২ সালের এসএসসি পরীক্ষাটি হবে ওই বছরের ১ ফেব্র“য়ারি। সেই পরীক্ষাকে সামনে রেখেই সারাদেশে স্কুলপর্যায়ে এসএসসির আদলেই অভিন্ন প্রশ্নে ও একই সময়ে নেয়া হবে। আর এ কারণে এই পরীক্ষাকে এসএসসির আগের আরেক এসএসসি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পরীক্ষাটি নেয়ার জন্য মূল এসএসসির মতোই কেন্দ্রীয়ভাবে সব বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞ শিক্ষকরা প্রশ্ন প্রণয়ন ও মডারেশন করছেন। বিজি প্রেসেই ছাপা হবে প্রশ্ন। বোর্ডগুলো থেকে প্রশ্ন যাবে। বোর্ড এ জন্য ফিও নেবে। এমনকি বোর্ড থেকে কেন্দ্রীয়ভাবে পরীক্ষার খাতা এবং রুটিনও যাবে। তবে পার্থক্য শুধু থানা পর্যায়ে কেন্দ্রে পরীক্ষা নেয়ার পরিবর্তে স্কুলে স্কুলেই পরীক্ষা নেযা হবে। আন্তঃশিক্ষা বোর্ডের আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বৃহস্পতিবার আলাপকালে যুগান্তরকে জানান, ইংরেজি ও গণিত বাদে ২০১২ সালের এসএসসি পরীক্ষার আর সব বিষয় নেয়া হবে সৃজনশীল প্রশ্নে। এই পদ্ধতিটি অপেক্ষাকৃত নতুন। স্কুল বা থানা পর্যায়ে যে প্রশ্ন প্রণয়ন করে টেস্ট পরীক্ষা নেয়া হয়, তা হয়তো এসএসসির মানের নাও হতে পারে। আর এজন্যই কেন্দ্রীয়ভাবে অভিন্ন প্রশ্নে ও একইসময়ে পরীক্ষা নেয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, উলে¬খিত রুটিনের প্রস্তাবনা অনুমোদনের জন্য আন্তঃশিক্ষা বোর্ড থেকে পাঠানো হয়েছে। এতে একইসঙ্গে বোর্ডে শিক্ষার্থীপ্রতি ১শ’ টাকা করে ফি নেয়ার প্রস্তাবও রয়েছে। এতে আরও বলা হয়েছে, টেস্ট পরীক্ষার ফি হবে সর্বোচ্চ ২শ’ টাকা। বাকি ১শ’ টাকা স্কুল রাখবে। তবে কোন স্কুল স্থানীয় আর্থ-সামাজিক প্রেক্ষাপটে কমও গ্রহণ করতে পারে। ঢাকা বোর্ডের একটি সূত্র জানায়, মন্ত্রণালয়ের অনুমোদন পেলে রুটিন প্রকাশ করবে বিভিন্ন বোর্ড।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More