বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নিবার্চনে ৬টিতে আওয়ামীলীগের ভরাড়–বি হয়েছে। দলীয় কোন্দল, গ্র“পিং ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিরোধ থাকায় এই পরাজয় ঘটেছে বলে রাজনৈতিক মহলের অভিমত। জানা গেছে ১৮ জুন বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন নিবার্চন অনুষ্টিত হয়েছে। এরমধ্যে ৬টিতে আওয়ামীলীগরে ভরাড়–বি হয়েছে। সদর ইউনিয়নে ফকরুজ্জামান মতিন (বিএনপি), বাট্টাজোড় ইউনিয়নে মোজাম্মেল হক তালুকদার, (বিএনপি), সাধুরপাড়া ইউনিয়নের মিজানুর রহমান লেবু (বিএনপি), বগারচার ইউনিয়নের আব্দুল মাজেদ (জামায়েত), ধানুয়া কমাালপুর ইউনিয়নের মোস্তফা কামাল (বিএনপি), নিলাক্ষিয়া ইউনিয়নে হাবিবুর রহমান হবি (জাপা) ও মেরুরচর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা।
0 comments:
Post a Comment