সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল ২৯১ ভোটে পাস



জাতীয় সংসদে সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল ২০১১ পাস হয়েছে। এতে হ্যাঁভোট পড়েছে ২৯১টি আর নাভোট পড়েছে একটি। এই বিল পাসের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হলো। এখন সংসদ নির্বাচন হবে দলীয় সরকারের অধীনে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সংসদের আইন প্রণয়ন কার্যাবলিতে বিলটি পাসের জন্য আইনমন্ত্রী শফিক আহমেদ উত্থাপন করেন। এরপর সংশোধন বিলে রাষ্ট্রধর্ম ইসলাম রাখার বিষয়ে আপত্তিসহ নয় সাংসদের আনা সংশোধনী প্রস্তাবগুলো উত্থাপন করা হয়। পরে প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এরপর দুই দফায় বিভক্তি ভোটে বিলটি পাস হয়।মহাজোটের সদস্যরা হ্যাঁভোটের জন্য নির্ধারিত চারটি লবিতে ভোট দেন। একমাত্র স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম নাভোট দেন। স্পিকার আবদুল হামিদ বিভক্তি ভোট দেওয়ার আগে দুই মিনিট ঘণ্টা বাজিয়ে সংসদের লবিগুলো বাইরে থেকে বন্ধ করে দেন। সংসদ সচিবালয়ের চার কর্মকর্তা এ ভোটের কার্যক্রম পরিচালনা করেন। পরে স্পিকার ভোটের ফলাফল ঘোষণা করেন।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More