ওয়ার্ল্ড রিস্ক রিপোর্টে বিপদজনক ঝুঁকির তালিকায় বাংলাদেশ


বাংলাদেশের হাজারো সমস্যার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ অন্যতম। বিশ্ব উষ্ণায়নের বিরূপ প্রভাবের ফলেই প্রাকৃতিক দুর্যোগ ধেয়ে আসে এ দেশে। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ ভেঙেচুরে তছনছ করে দেয় মানুষের সাজানো সব স্বপ্ন। মৃদু ভূমিকম্প ভবিষ্যতে ভায়াবহ ভূমিকম্পের আভাস দিচ্ছে। এ অবস্থায় জার্মানের ওয়ার্ল্ড রিস্ক রিপোর্টে এবার বাংলাদেশকে বিপদজনক ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।
 একাধিক জার্মান ত্রাণ সহায়তাদানকারী সংগঠন এবং জাতিসংঘের সঙ্গে বন বিশ্ববিদ্যালয়ের গবেষণাদলের যৌথ উদ্যোগে সমপ্রতি প্রকাশিত হল 'ওয়ার্ল্ড রিস্ক রিপোর্ট'। এটি বিশ্ব জুড়ে প্রাকৃতিক বিপর্যয় আসার পরিস্থিতি কোথায় কেমন তারই একটা পূর্বাভাষ। রিপোর্টে বলা হয়েছে, ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তালিকায় রয়েছে ১৭৩টি দেশ। এরমধ্যে সবচেয়ে বেশি প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর। আর সবচেয়ে কম প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। জার্মানিও রয়েছে এই তালিকায়, তাদের অবস্থান ১৫০ নম্বরে। এই দেশে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বড় মাপের ক্ষতির আশঙ্কা তুলনামূলক ভাবে অনেক কম।
 রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সবচেয়ে বেশি মাত্রায় সমস্যার মুখোমুখি হতে পারে উন্নতিশীল দেশগুলো। যে তালিকায় রয়েছে ল্যাটিন অ্যামেরিকা, আফ্রিকা মহাদেশ আর এশিয়ার মত মহাদেশ। গবেষণার রিপোর্টে ফিলিপাইনস, বাংলাদেশ, গুয়াতেমালা, কম্বোডিয়া ও এল সালভাদোরকে আগাম সতর্কবাণী দেয়া হয়েছে। এ সব দেশ রয়েছে বিপদজনক ঝুঁকির তালিকায়। রিপোর্টের বক্তব্য, গরীব দেশগুলো পক্ষে অধিকাংশ ক্ষেত্রেই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার মত পরিকাঠামো তৈরি করা সম্ভব হয় না। ফলে বিপর্যয় এলে প্রকৃতির কাছে মানুষের অসহায় আত্মসমর্পণ ছাড়া কোনো উপায় থাকে না।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More