পাখির রাজ্য জুরং বার্ড পার্ক




জুরং বার্ড পার্ক পৃথিবীতে পাখির সব চেয়ে বড় অভয়ারণ্য। ১৯৭১-এর জানুয়ােিত মাসে ২ হেক্টর জমির ওপর সিঙ্গাপুরের ওয়াইল্ড লাইফ রিজার্র্ভ কোম্পানি গড়ে তোলে এই পার্কটি। প্রতিষ্ঠার পর খুব অল্প সময়ের মধ্যেই এটি পাখির অভয়ারণ্য হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন প্রজাতির রঙবেরঙের পাখি দেখতে জুরং বার্ড পার্কের বিকল্প মেলা ভার। বিভিন্ন প্রজাতির পাখি তার নিজ-নিজ পরিবেশে সংরক্ষণ ও উপস্থাপনের মাধ্যমে কর্তৃপক্ষ পার্ক দর্শনার্থীদের সময়কে শিক্ষণীয় এবং আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। এই পার্কে মোট ৩৮০ প্রজাতির ৪,৬০০ পাখি আছে। দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের পাখির সংগ্রহ আছে এখানে। এই পার্কের প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে পাখি পর্যবেক্ষণ।
পার্কের ভেতর সবসময়ই কোথাও না কোথাও বিস্ময় অপেক্ষা করছে। তাই যারা সেখানে পাখি দেখতে যান তাদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাওৎয়া জরুরি। পুরো পার্ক ঘুরে দেখতে চাইলে কমপক্ষে অর্ধেক দিন হাতে রাখতে হবে, সবচেয়ে ভাল হয় পুরো দিন হাতে নিয়ে গেলে। তাহলে মাঝে মাঝে বিশ্রাম নিয়ে এবং বেশি সময় ধরে নানা রঙের পাখি ও তাদের নানা রকম আচরণ পর্যবেক্ষণ করা সহজ হবে। পার্কের সব রকম সুযোগ সুবিধা উপভোগ করতে হলে হাতে পার্কের একটি ম্যাপ থাকা ভালো। তাহলে পার্কের বিভিন্ন জায়গায় নানা ধরনের বিশেষ প্রদর্শনী, পাখিদের বিষয়ভিত্তিক বর্ননা, ছবি তোলার সুযোগ, টোকেনের বিপরীতে খাবার ইত্যাদি সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হতে হবে না। শিশু ও বয়স্কদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিদিন পাখিপ্রেমী পর্যটকরা আসছেন সিঙ্গাপুরের জুরং বার্ড পার্কের এই অপরূপ পাখির রাজ্য।
সংগ্রহে সরওয়ার জামান রতন



0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More