এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৫.০৮ শতাংশ



২৭ জুলাই বুধবার ২০১১ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ড, একটি কারিগরি ও একটি মাদরাসা বোর্ডসহ ১০টি বোর্ডে গড় পাসের হার ৭৫ দশমিক ০৮। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ৭৬৯। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৭২ দশমিক ৩৬। আর জিপিএ-৫ পেয়েছে ৩৪ হাজার ৩৮৫ জন। ঢাকা, রাজশাহী, কুমিলা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল সাত লাখ ৬৪ হাজার ৮২৮ জন। পাস করেছে পাঁচ লাখ ৭৪ হাজার ২৬১ জন। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ছয় লাখ ২২ হাজার ২৭৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে চার লাখ ৫০ হাজার ২৫৪ জন। ১০টি বোর্ডে শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৮৯২। ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব চিত্র তুলে ধরে বলেন, এ বছরের ফলাফলে দেখা যাচ্ছে, মান বৃদ্ধির সূচকে সব ক্ষেত্রে ইতিবাচক লক্ষণ। শিক্ষামন্ত্রণালয়ের গৃহীত নানা পদক্ষেপ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত প্রচেষ্টাসহ শিক্ষাপরিবারের সবার সহযোগিতায় এ অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন এবং অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার কথা বলেন।
দুইটায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান ও মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে একযোগে এই ফলাফল প্রকাশ করা হবে। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফলের একটি কপি জমা দেওয়া হয়। ওই সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। শিক্ষা বোর্ডগুলো জানায়, এবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ই-মেইলে ফল পাঠানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ই-মেইল থেকে ডাউনলোড করে ফলাফল প্রকাশ করবে।
গতবার চার মানদণ্ডে শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই করা হলেও এবার করা হয়েছে পাঁচ মানদণ্ডে। মানদণ্ডগুলো হলো: নিবন্ধিত প্রার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর হার, পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ। প্রসঙ্গত, গত ৫ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল।



0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More