এভারেস্টের সঠিক উচ্চতা পরিমাপ চলছে



প্রথমবার বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের সঠিক উচ্চতা পরিমাপের সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার । এ প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে দুবছর। উচ্চতা নির্ণয়ে জিপিএস (গোবাল পজিশনিং স্যাটেলাইট) ব্যবহার করা হবে। এভারেস্টের উচ্চতা নিয়ে দাবি ও পাল্টা দাবির মুখে নেপাল সরকার এ উদ্যোগ নিয়েছে। আজ বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে একথা বলা হয়। নেপালে এভারেস্ট সাগরমাথা হিসেবে পরিচিত। ঐতিহাসিক বাবুরাম আচার্য এ নামকরণ করেছিলেন। সাগরমাথা শব্দটির অর্থ হলো পৃথিবীর মাথা। ১৯৯০ সালে আমেরিকান ভূতাত্ত্বিক ওয়াশ বোর্নি দাবি করেছিলেন, মাউন্ট সাগরমাথার উচ্চতা ৮ হাজার ৮৫০ মিটার। তখন নেপাল সরকার তার দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছিল যে, এ শৃঙ্গের উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার। নেপাল সরকারের এ পরিমাপই বর্তমানে গ্রহণযোগ্য। নেপালের ভূমি সংস্কার ও ব্যবস্থাপনা মন্ত্রণালয় ইতিমধ্যে বিশ্বের উচ্চতম শৃঙ্গ পরিমাপের প্রক্রিয়া শুরু করেছে। দুবছরে এ প্রক্রিয়া শেষ হবে। অন্যদিকে নেপালের ভূমি মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল গিরি বলেছেন, সমুদ্রপৃষ্ঠ এবং অন্যান্য কয়েকটি স্থানের উচ্চতা থেকে পরিমাপ করতে হবে। তাতে সময় লাগবে আরো বেশি। তিনি বলেন, নেপাল সাধারণত পরিমাপের জন্য সমুদ্র পৃষ্ঠ হিসেবে ভারতের কলকাতা বন্দরের উচ্চতা গ্রহণ করে থাকে। তিনি জানান, সমুদ্র পৃষ্ঠ থেকে নামচি, তাকসিন্দু এবং পিকে-২-এর উচ্চতা নির্ণয়ের কাজ চলতি অর্থ বছরে শেষ হবে। উদয়পুর থেকে বর্তমানে সাগরমাথা শৃঙ্গের উচ্চতা নির্ণয়ের কাজ চলছে। এভারেস্টের উচ্চতা নির্ণয়ে বর্তমান উদ্যোগের ব্যাখ্যা দিতে গিয়ে গিরি বলেন, নেপাল এখন মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপে প্রযুক্তিগত দিক থেকে সক্ষম। এজন্য আমরা বহু বছর আগে বিদেশিদের পরিমাপের উপর নির্ভর করতে চাই না। তিনি আরো জানান, চীন বরাবরই সীমান্ত আলোচনায় বরফ ছাড়া মাউন্ট এভারেস্টের উচ্চতা নির্ণয়ের দাবি জানিয়ে আসছে। ১৮৫৬ সালের পরিমাপে এভারেস্টের উচ্চতা ধরা হয়েছিল ৮ হাজার ৮৪০ মিটার। ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির বিএ গুলাটি ১৯৫২ সালে এভারেস্টের উচ্চতা পরিমাপ করেন। তার পরিমাপে এ শৃঙ্গের উচ্চতা হলো ২৯ হাজার ২৮ ফুট বা ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৪২ মিটার। অন্যদিকে নেপাল-চীন সীমান্ত চুক্তিতে মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৮ দশমিক ১৩ মিটার হিসেবে উলেখ করা হয়েছে। চীন দাবি করছে যে, শিলা পর্যন্ত এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৪ দশমিক ৪২ মিটার এবং বরফসহ উচ্চতা ৮ হাজার ৮৪৭ দশমিক ৯৩৩ মিটার।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More