শেখ হাসিনাকে ইফতারের আমন্ত্রণ খালেদা জিয়ার




বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া বিএনপির ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। রাজনীতিবিদদের সম্মানে আগামী ৪ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করেছে। সেখানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এ চিঠি পৌঁছে দেন বিএনপির নেতারা। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন বলে জানা গেছে। খালেদা জিয়ার পক্ষে আমন্ত্রণপত্র পৌঁছে দেন বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ ও শামীমুর রহমান। আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কথা নিশ্চিত করে শামীমুর রহমান বলেন, মৃণাল কান্তি দাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৈয়দ আশরাফুল ইসলামের কাছে চিঠি পৌঁছে দেবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, ইফতার মাহফিলে নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত সব রাজনৈতিক দল ছাড়াও কিছু অনিবন্ধিত দলকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রতিটি দলের শীর্ষস্থানীয় নেতারা আমন্ত্রিত হবেন। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বের কাছে আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More