জিয়া চেরিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাত: খালেদার বিরুদ্ধে মামলা




বিরোধী দলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চেরিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক হারুন-অর রশীদ আজ সোমবার বিকেলে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন মামলা নং ১৫ । মামলায় খালেদা জিয়া ছাড়াও অপর ৫ জনকে আসামি করা হয়েছে। জানা গেছে, আজ সোমবার দুদকের বৈঠকে মামলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। জিয়া চেরিটেবল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা প্রায় ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়। সূত্র মতে, সম্প্রতি অনুসন্ধানকারী কর্মকর্তা ২০০২ সালের মানিলন্ডারিং আইনে 'পঠিতব্য হিসেবে গণ্য' করে ২০০৯ সালের মানিলন্ডারিং আইনের ৪(২) ধারায় খালেদা জিয়া ও হারিছ চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেন। কিš' খালেদা জিয়াকে আসামি করা হবে কিনা এবং হলেও সাবেক প্রধামন্ত্রী হিসেবে না জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে সে বিষয়ে মতবিরোধে মামলার সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয় দুদকের।

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More