বিশ্বের প্রভাবশালী নারী নেতাদের তালিকায় শেখ হাসিনা




বিশ্বের প্রভাবশালী নারী ও রাষ্ট্র ও সরকারপ্রধানদের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রচারিত জনপ্রিয় সাময়িকী টাইমের জরিপে শীর্ষ ১২ প্রভাবশালী নারী নেতৃত্বের নিবার্চিত হয়েছেন। এই তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান সপ্তম। প্রথম স্থানটি নিয়েছেন থাইল্যান্ডের সদ্যনিবার্চিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। টাইম সাময়িকীতে শেখ হাসিনা সম্পর্কে বলা হয়েছে, আওয়ামী লীগের ৬৩ বছর বয়সী এই নেতার টিকে থাকার এক ইতিহাস রয়েছে। ১৯৭৫ সালে সামরিক অভুত্থানের সময় তার তার বাবা বঙ্গবন্ধুসহ পরিবারের ১৭ সদস্য মারা গেলেও দেশের বাইরে থাকায় তিনি বেঁচে যান। পরে তিনি আরও একবার ভয়াবহ গ্রেনেড হামলা থেকেও বেঁচে যান। সেই ঘটনায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হয়েছিলেন। তার দল ২০০৯ সালে সংসদের ৩০০ টি আসনের মধ্যে ২৩০ টি আসন পেয়ে তিনি দ্বিতীয়বারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিবার্চিত হন। এর আগে ১৯৯৬ সালেও তিনি প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেন্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম গ্রহন করেন। তিনি ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে হাতেখড়ি তার। ইডেন কলেজ ছাত্র সংসদের নিবাচির্ত সহসভাপতি ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকায়া হল ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
তালিকায় শীর্ষে আছেন থাইল্যান্ডের সদ্য নিবাচির্ত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। নিবাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রা। ইংলাক কেন্টাকি স্টেট ইউনিভার্সিটি থেকে লোক প্রশাসনের ওপর লেখপড়া করেন। জীবনের বেশীর ভাগ সময়ই থাকসিন সিনাওয়াত্রার প্রতিষ্টিত সম্পতি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। কিন্তু চলতি বছরের গত ১৭ মে তাইল্যান্ডের ফিউ থাই পার্টির প্রথান হিসেবে তিনি রাজনীতিতে আতœপ্রকাশ করেন। গত ৩ জুলাই সংসদের ৫০০ আসনের মধ্যে ২৬৫ আসন পায় তার দল। পার্লামেন্ট তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। এরপরেই দ্বিতীয় অবস্থানে আছেন জার্মিনির চ্যান্সেলর মেরকেল। তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের মধ্যে একজন। রাজনীতিতে আসার আগে তিনি পূর্ব জার্মানি থেকে পদার্থবিদ্যায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালের ডিসেন্বর মাসের প্রথম সাধারণ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নিবার্চিত হন। এর ঠিক এক বছর পরই তৎকালীন চ্যান্সেরর হেলমুট কোল তাকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। তৃতীয় অবস্থানে আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দ্য ক্রিচনার। ২০০৭ সালে এর নভেন্বর মাসে তিনি দেশটি প্রেসিডেন্ট হিসেবে নিবার্চিত হন। চতুর্থ অবস্থানে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌফেস। ২০১১ সালে অক্টোবর মাসে নির্বাচনে জয়ী হয়ে তিনি রাষ্ট্রাক্ষমাতায় আসেন। দক্ষিন আমেরিকার দেশগুলোর মধ্যে তিনিই প্রথম নারী প্রেসিডেন্ট। পঞ্চম অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। ৪৮ বছর বয়সী জুলিয়া ২০১০ সালের জুন মাসের ২৪ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী কেভিন রুডের জায়গায় স্থলাভিষিক্ত হন। তিনিই অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী। ষষ্ঠ প্রভাবশালী নারী রাষ্ট্রপ্রধানের তালিকায় আছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ। হার্ভাডের ইউনির্ভাসিটি অবউইসকনসিন থেকে লেখাপড়া করেন তিনি। ১৯৭০ সালে তিনি ছিলেন লাইবেরিয়ার অর্থমন্ত্রী। পরবর্তীতে তিনি ১৯৯৬ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। তিনিই আফ্রিকার প্রথম নারী প্রেসিডেন্ট। তালিকার অষ্টমে আছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী জোহান্না সিগুরদারদোত্তির। তিনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। কোস্টারিকার প্রেসিডেন্ট লারা চিনচিলা আছেন তালিকায় নবমে। ২০১০ এ দেশটির রাস্ট্রপতি নিবাচর্নে তিনি ৪৭ শতাংশ ভোট পান। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি জনপ্রতিরক্ষা মন্ত্রী এবং আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেন। দশমে আছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট তারজা হালোনেন। ২০০০ সাল থেকেই তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তালিকায় এগারো অবস্থানে আছেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট দালিয়া গ্রায়বাউস্কাইট। ২০০৯ এ তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ১৯৯৯ সালে তিনি ছিলেন দেশটির অর্থমন্ত্রী। সর্বশেষ দ্বাদশ অবস্থানে আছেন ত্রিনিদাদ আ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বর। ২০১০ সালের মে মাসে তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিবার্চিত হন।




1 comments:

The Best Casino Games of 2021 - JTM Hub
Looking for the best 이천 출장안마 casino 김포 출장마사지 games? Check out this 전주 출장마사지 list of the best slots, table games, live 김해 출장마사지 dealer 속초 출장마사지 and mobile casinos. The casino games, promotions,

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More